Barak Vally Martyrs

বরাকের ভাষা শহীদদের স্মরণ রানিগঞ্জে

জেলা

আসামের বরাক উপত্যকায় ১৯৬১ সালের ১৯ মে'র বাংলা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রানিগঞ্জের সংস্কৃতি প্রিয় মানুষজন। 

শুক্রবার সকালে রানিগঞ্জ রেলস্টেশন চত্বরে ভাষা শহীদদের স্মরণ করে নূপুর সাহিত্যকথা পত্রিকার কবিতা সংখ্যা  প্রকাশ হল।

বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে নূপুর সাহিত্যকথা পত্রিকার পক্ষ থেকে উদ্যোক্তারা বলেন, বাংলাদেশের আন্দোলনের মতোই আসামের শিলচরের ভাষা আন্দোলন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।  তৎকালীন সরকার ঠিক করেছিলো অসমীয়া হবে একমাত্র সরকারি ভাষা। অথচ অধিকাংশ মানুষ ছিলেন বাংলাভাষী। কাছাড় সহ আসাম রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ প্রতিবাদ জানিয়েছিলেন। শুরু হল বাংলা ভাষার জন্য আন্দোলন। ১৯ মে শিলচর স্টেশনে সমবেত ভাষা আন্দোলনকারী জনতার ওপর নির্বিচারে পুলিশ গুলি চালালে এগারো জন শহীদের মৃত্যুবরণ করেন। তাঁদের রক্তের বিনিময়ে বরাক উপত্যকায় স্বীকৃতি পায় বাংলা ভাষা। 

এই উপমহাদেশের গণমানুষের স্বাধীকার আদায়ের সংগ্রামের ইতিহাসে বাংলাদেশের ২১ ফেব্রুয়ারি ও আসামের ১৯ মে একই সুতোয় গাঁথা।

Comments :0

Login to leave a comment