india vs england test series

বুমরার প্রত্যাবর্তনে লর্ডসে জয়ের ছক কষছে ভারত

খেলা

আগামী বৃহস্পতিবার লর্ডসে ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে নামতে চলেছে ভারত। খেলাটি হবে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে। বর্তমানে সিরিজের ফলাফল ১-১। লিডসের হেডিংলিতে প্রথম ম্যাচে ইংল্যান্ড জিতলেও । এজবাস্টনে দারুন প্রত্যাবর্তন করে ভারত। শুভমন গিল চার ইনিংস খেলে করছেন মোট ৫৮৫রান। এছাড়াও দুই ইনিংসে ৬টি করে উইকেট নেন সিরাজ ও আকাশদীপ। ফলে তৃতীয় টেস্টে বুমরা কার জায়গায় খেলবেন তা নিয়ে গিল ও কোচ গম্ভীরকে যথেষ্টই চিন্তাভাবনা করতে হচ্ছে। লর্ডসের পিচে হালকা একটু ঘাস রয়েছে। ফলে সুবিধা পেতে পারেন বোলাররা। সেক্ষেত্রে ভারত ৩পেসারকে দিয়েই শুরু করতে পারে।ব্যাটিংয়ে ভারতের কাঁটা করুণ নায়ার প্রায় ৭বছর পর ভারতীয় দলে সুযোগ পেলেও নিজেকে মেলে ধরতে ব্যার্থ তিনি। দুই ম্যাচের মোট চারটি ইনিংসে ৩নম্বরে নেমে তিনি করেছে মাত্র ৭৭রান। তবে এই ম্যাচে হয়তো তাকে শেষ সুযোগ দেওয়া হতে পারে। নিজের স্বপ্নের ফর্ম ধরে রাখতে চান অধিনায়ক গিল। অন্যদিকে ইংল্যান্ড দলে ফিরতে চলেছেন পেসার জোফ্রা আর্চার। প্রায় চার বছর পর জাতীয় দলে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে চান জোফ্রা। ২০১৯সালে জোফ্রা নিজের অভিষেক ম্যাচে এই লর্ডসেই নিজের বাউন্সারের মাধ্যমে হতচকিত করে দিয়েছিলেন স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে। গত দুই স্টেডিয়ামের তুলনায় লর্ডসের পিছে অপেক্ষাকৃত কম রান হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বোলিংয়ের উপরই নির্ভর করে রয়েছে এই ম্যাচটি। বৃহস্পতিবার লন্ডনের আকাশ আংশিক মেঘাছন্ন থাকতে পারে। তাপমাত্রা প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় বাতাসে আদ্রতার পরিমাণ প্রায় ৪২ শতাংশ থাকতে পারে। ফলে বেশ খানিকটা গরম অনুভূতি হতে পারে খেলোয়াড়দের। ম্যাচের বেশিরভাগ সময়ই রৌদ্রকরোজ্জ্বল আকাশই থাকবে।

 

Comments :0

Login to leave a comment