কবিতা
মুক্তধারা
বোকা হাসি নাসিরুদ্দিন
আনজু বানু
৯ জুলাই ২০২৫ / বর্ষ ৩
বলগা খুলে হল্লা বোলে
নাম শুনেছি মোল্লা
আসল নাম নাসিরুদ্দিন
শাণিত জ্ঞানের পাল্লা।
পর্বত যদি কাছে না আসে
মহম্মদ যান পর্বতের কাছে।
এই শিক্ষাই সঙ্গি করে
বুদ্ধি বিলান অকাতরে
খোলস খানি অতি বোকা
চতুরতায় একশো একা।
অরাজকতা রাজার অত্যাচারে
প্রজারা যখন হয় নিরুপায়
ছদ্মবেশে নাসিরুদ্দিন এসে
রাজার মুখোশ ছিঁড়ে দিয়ে যায়
আমাদেরও তাই এমনই এক
চাই মোল্লা নাসিরুদ্দিন
রাজ্যবাসী সইবে কত
অনাচারের এ দুর্দিন??
Comments :0