শনিবার কর্নাটকের পাশাপাশি উত্তরপ্রদেশের পৌর নির্বাচনের ফলাফল সামনে আসতে শুরু করেছে। সারা রাজ্যের মোট ১৭ টি কর্পোরেশন, ১৯৯ টি নগর পালিকা এবং ৫৪৪টি নগর পঞ্চায়েতের ফলাফল সামনে আসতে শুরু করেছি।
১৭ টি কর্পোরেশনের মেয়র পদের মধ্যে বিজেপি ১৭ টিতেই এগিয়ে রয়েছে। প্রসঙ্গত, উত্তর প্রদেশে মেয়র পদে সরাসরি নির্বাচন হয়।
১৯৯টি নগর পালিকার মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৮৭টি তে। সমাজবাদী পার্টি ৩৪, এবং বহুজন সমাজ পার্টি এগিয়ে রয়েছে ২৫ টিতে। অপরদিকে কংগ্রেস এগিয়ে রয়েছে ৪টি নগর পালিকায়। অন্যান্যরা এগিয়ে রয়েছেন ৪৯টিতে।
অপরদিকে ৫৪৪ টি নগর পঞ্চায়েতের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ২৩৬টিতে। সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ১৪৩টিতে। বহুজন সমাজ পার্টি ৩০ এবং কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৪টি নগর পঞ্চায়েতে। অন্যান্যরা এগিয়ে রয়েছেন ১০১টি নগর পঞ্চায়েতে।
৪ মে এবং ১১ মে দুই দফায় উত্তর প্রদেশের পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪.৩২ কোটি ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৩ শতাংশ। এই নির্বাচনের উপর ভিত্তি করেই ১৭জন মেয়র এবং ১৪০১ জন পৌর প্রতিনিধি নির্বাচিত হবেন।
Comments :0