WIMBELDON 2025

উইম্বলডনে জয় আলকারেজের , বুধবার নামছে জোকোভিচ ও সিনার

খেলা

মঙ্গলবার রাতে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালের ম্যাচে জয় পেয়েছেন কার্লোস আলকারেজ। এই প্রতিযোগিতায় গ্রেট ব্রিটেনের একমাত্র প্রতিনিধি ক্যামেরন নূরীকে মাত্র ২ঘন্টার মধ্যেই ৬-৩ , ৬-৩ , ৬-৩ ব্যবধানে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে প্রাক্তন উইম্বলডন জয়ী কার্লোস আলকারেজ। বুধবার সন্ধ্যায় তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে নামবে বতমানে বিশ্বের একনম্বর টেনিস তারকা ইতালিয়ান জান্নিক সিনার ও কিংবদন্তি জোকোভিচ। সন্ধ্যা ৬:৪০এ সিনার খেলবেন আমেরিকান বেন শিল্টনের বিরুদ্ধে। সন্ধ্যা ৭:১০নাগাদ জোকোভিচ মুখোমুখি হবেন ইতালিয়ান ফ্ল্যাবিও কোবোলির। নিজের ২৫তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যেই বুধবার নামাবেন এই তারকা। বর্তমানে এটিপি -র  ( এসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস ) বিশ্ব র্যাংকিংয়ে ২৪ নম্বর স্থানে রয়েছেন এই কোবোলি। তবে ম্যাচটি মোটেও হালকাভাবে নিয়ে রাজি নন প্রাক্তন বিশ্বের একনম্বর জোকোভিচ।  অন্যদিকে সিনারের ম্যাচটিও বেশ কঠিন হতে চলেছে। এই দুটি কোয়ার্টারে জোকোভিচ ও সিনার জিতলেই আগামী শুক্রবার ১১জুলাই উইম্বলডনের সবথেকে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি হবে এই দুই তারকা। 

Comments :0

Login to leave a comment