Mohamedan Sporitng Will Face Transfer Ban Of FIFA

ট্রান্সফার ব্যানের মুখে মহামেডান

খেলা

আগামী রবিবার ১৩জুলাই কলকাতা লিগে ফের একবার নামতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে আগামী মরশুম শুরু আগেই বেকাদায় অদা কালো ব্রিগেড। বাংলার তৃতীয় প্রধান মহামেডানকে এবার ট্র্যান্সফার ব্যান করল ফিফা। গত মরশুমে মহামেডানের আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস গোমেজের বেতনের বেশ কিছু অর্থ এখনও বাকি রয়েছে। সেই অর্থ তাকে এখনও দিতে না পারাই এই ট্র্যান্সফার ব্যানের মূল কারণ। অর্থ পরিশোধ করতে না পারলে মোট ৩ মরশুম বৃদ্ধি হতে পারে এই ব্যান। অর্থাৎ আগামী ৩মরশুমে আর নতুন কোনো ফুটবলারকেই সই করাতে পারবেনা মহামেডান স্পোর্টিং। আলেক্সিস বর্তমানে খেলছেন ইন্দোনেশিয়ান লিগের পার্সিজাপ জেপাড়া দলে। ২০২৩সালে মহামেডানে আসার পর সেই ২০২৩-২৪ মরশুমে আইলিগ চ্যাম্পিয়ন করানোয় বিশেষ ভূমিকা পালন করেছিলেন এই মিডিও। এছাড়াও গত মরশুমে আইএসএলে ৪টি গোলও ছিল তার। মহামেডানের উপর ইতিমধ্যেই আর এক খেলোয়াড় কাশিমভের কারণে একটি ব্যানের খাঁড়া ঝুলছে। গত ৩জুলাই তারিখে কাশিমভের প্রায় ৪০লক্ষ টাকা বেতন বাকি থাকায় একটি ছোট্ট ব্যানের মুখে পড়ে রয়েছে মহামেডান। ফলে নতুন মরশুম শুরুর আগেই মাঠের বাইরের খারাপ পারফরম্যান্সের জেরে সমালোচিত হচ্ছে মহামেডান স্পোটিং।   

Comments :0

Login to leave a comment