Bihar caste census starts

জাতভিত্তিক গণনা শুরু বিহারে

জাতীয়

Bihar caste census starts

জাতভিত্তিক জনগণনা শুরু হলো বিহারে। ১৯৩১ সালের পরে এমন জাতি আধারিত গণনা হয়নি। কেন্দ্রের বিজেপি সরকার এই জাতীয় জনগণনায় রাজি না হওয়ায় বিহার রাজ্য সরকার নিজেই এই প্রক্রিয়া শুরু করেছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, এই জনগণনা সকলের জন্যই কাজে লাগবে। উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেছেন, এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। বিশেষ করে সমাজের দুর্বলতর অংশের জন্য কল্যাণমূলক প্রকল্প নেবার ক্ষেত্রে এই গণনা কাজে লাগবে। বৈজ্ঞানিক তথ্য পাওয়া যাবে। বিজেপি গরিববিরোধী দল বলে এই গণনার বিরোধিতা করেছে। যদিও ২০১৮ এবং ২০১৯ সালে দু’বার বিহার বিধানসভায় জাতিভিত্তিক গণনার সপক্ষে সর্বসম্মত প্রস্তাব পাশ হয়েছিল।

 

 ২০২২-এর জানুয়ারিতেও সর্বদলীয় বৈঠক থেকে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল। 
রাজ্যে দুই পর্যায়ে এই গণনা হবে। ২১ জানুয়ারি পর্যন্ত সমস্ত পরিবারের গণনা হবে। মার্চে শুরু হবে জনগণের জাতি চিহ্নিত করার কাজ। একই সঙ্গে সমস্ত মানুষের আর্থিক পরিস্থিতি নথিভুক্ত করা হবে। সমগ্র প্রক্রিয়া শেষ হবে এ-বছরের মে মাসে।
 

Comments :0

Login to leave a comment