Jalpaiguri Death

স্কুল শিক্ষকের দেহ উদ্ধারে চাঞ্চল্য জলপাইগুড়িতে

জেলা


সোমবার সকালে এক স্কুল শিক্ষকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি শহরের সুহৃদ লেন এলাকায়। 
নিহত শিক্ষকের নাম গুঞ্জন সরকার(৪৭)। কোচবিহারের বাসিন্দা হলেও দীর্ঘদিন স্ত্রী ও সন্তান নিয়ে জলপাইগুড়িতেই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন তিনি। শিক্ষকতা করতেন জামালদহ জুনিয়র বেসিক স্কুলে। তৃণমূল শিক্ষক নেতা হিসেবেও যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। নিজের ফ্ল্যাটের সামনেই তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনা ঘিরে যথেষ্ট রহস্য তৈরি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছেন। তবে ময়নাতদন্তের রিপোর্টেই জানা যাবে মৃত্যুর কারণ। জেলার পুলিশ সুপার খন্ডবাহলে উমেশ গণপত বলেন, এদিন সকাল সাড়ে ছটা নাগাদ শিক্ষকের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে। শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। 
স্থানীয়রা জানিয়েছেন, মৃত্যুর কারণ বোঝা যায়নি। নিজের ফ্ল্যাটের সামনে রাস্তায় দেহ পড়েছিল। মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল। তাঁকে স্থানীয়রাই উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়দের বক্তব্য, প্রচুর ধারে দেনায় জরিয়ে গিয়েছিলেন। পাওনাদারদের চাপে মানসিক চাপে ছিলেন তিনি। 

Comments :0

Login to leave a comment