বাড়ির পিছনে একটি বাঁশ ঝাড় থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোয়ালপোখর এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার চুরাকুট্টি এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম মোবারক হুসেন(৩৫)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত দশটা নাগাদ মোবারক হুসেনকে বাড়িতে দেখে পরিবারের সদস্যরা। রবিবার সকালে বাড়ির পিছনে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পায় স্থানীয়রা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় জমাতে শুরু করেন ঘটনাস্থলে। তারাই নিশ্চিত করে ওই ব্যক্তি মারা যাওয়ার বিষয়ে। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানায়। ওই ব্যক্তির পিঠে এবং ঘাড়ে ক্ষত চিহ্ন দেখা যায়।
নিহতের স্ত্রী শাহনাজ বেগমের দাবি, পারিবারিক অশান্তির জেরে তার স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত সাজার দাবি তোলেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Comments :0