CITU

৫ এপ্রিল দিল্লি সমাবেশের প্রচারে জাঠা

রাজ্য জেলা

উত্তর ২৪ পরগনায় পরিবহণ জাঠা। মঙ্গলবার ছবি অভিজিত বসু।

দিল্লিতে সারা দেশের শ্রমিক, কৃষক, খেতমজুররা সমবেত হবেন ৫ এপ্রিল। সেই কর্মসূচির প্রচারে রাজ্যজুড়ে মঙ্গলবার জাঠা করছেন পরিবহণ শ্রমিকরা। উত্তর ২৪ পরগনায় হয়েছে বাইক জাঠা। 

এদিন সকালে লেকটাউন বইমেলা কমিটির অফিসের সামনে থেকে শুরু হয় বাইক জাঠা। বরানগর টবিন রোড মোড়ে হয় সংক্ষিপ্ত সভা। বেলঘরিয়া বিটি রোড রথ তলা মোড়ে, সোদপুর ট্রাফিক মোড়, টিটাগড় এবং বারাকপুর স্টেশন চত্বরে পৌরছায় জাঠা। সেখানে সংক্ষিপ্ত সভা হয়। সেখান থেকে জাঠা মিছিল যায় কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়ায় সংক্ষিপ্ত সভা হয়। বক্তব্য রাখেন সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি নেপালদেব ভট্টাচার্য এবং সংগঠনের অন্যতম নেতা সোমনাথ ভট্টাচার্য। 

তাঁরা বলেছেন, পরিবহণ শ্রমিকদের ওপর মারাত্মক আক্রমণ নেমে আসছে। কেন্দ্রীয় সরকার পরিবহণ সংক্রান্ত আইন যেভাবে পরিবর্তন করাচ্ছে আগামী দিনে পরিবহণ শিল্পে সলকট বাড়বে। 

সিআইটিইউ নেতা জহর ঘোষাল, বাপি নাগ, শংকর বোস, সন্দীপ মিত্র, ঝন্টু মজুমদার, প্রদীপ মজুমদার ও অনির্বাণ ভট্টাচার্য ক্মসূচিতে অংশ নেন। প্রতিরোধে শামিল হওয়ার আহ্বান জানান জনতাকে।

Comments :0

Login to leave a comment