দীর্ঘ কুড়ি বছর পর হবিবপুর ব্লকের কানতুর্কায় প্রধান ও উপপ্রধান পদের নির্বাচনে জয়ী হলো সিপিআই(এম)। প্রধান পদে নির্বাচিত হয়েছেন সিপিআই(এম)’র রমেন বর্মন ও উপপ্রধান পদে নির্বাচিত হন সিপিআই(এম) সমর্থিত নির্দল প্রার্থী মদন বর্মন।
তৃণমূলকে পরাজিত করে দু’জনেই নির্বাচিত হন প্রধান ও উপপ্রধান পদে। ভোটে সিপিআই(এম) ৭ ও তৃণমূল ৪টি ভোট পায়। প্রধান ও উপপ্রধান নির্বাচনে কংগ্রেসের ১ সদস্য এবং বিজেপির ৪ সদস্য অংশ নেননি। ফলাফল ঘোষণার পর এলাকার সিপিআই(এম) কর্মী সমর্থকরা উৎসবে মেতে ওঠেন।
Comments :0