দেশের পাশাপাশি রাজ্যেও শেষ দফার নির্বাচন ১ জুন। ওই দিন রাজ্যের দমদম কেন্দ্রেও ভোট। একই দিনে উপনির্বাচন বরানগর বিধানসভা কেন্দ্রে। মঙ্গলবার যৌথ প্রচারে বেরলেন দুই কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থীরা। দমদম লোকসভা কেন্দ্রে সিপিআই(এম)’র প্রার্থী সুজন চক্রবর্তী। বরানগর বিধানসভা উপনির্বাচনে সিপিআই(এম)’র প্রার্থী তন্ময় ভট্টাচার্য।
যৌথ নির্বাচনী প্রচারে নৈনান পাড়া খ্রিস্টান মাঠ থেকে শুরু করে চলতে থাকে প্রচার। দোকান ব্যবসায়ী থেকে পথচলতি বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। চলে সৌজন্য বিনিময়।
প্রচারে ছিলেন বিশিষ্ট চিকিৎসক নারায়ণ ব্যানার্জি, বরানগরে বামফ্রন্টের অন্যতম নেতা অশোক ভট্টাচার্য, সিপিআই(এম) নেতা কিশোর গাঙ্গুলী এবং শানু রায়, এসএফআই নেতা দীপ্তজিৎ দাস এবং এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধান্ত গাঙ্গুলি। হেঁটেছেন সিপিআই(এম)’র কর্মী সমর্থক দরদীরা।
নৈনান পাড়া খ্রিস্টান মাঠ থেকে শুরু হয়ে ও গোপাল লাল ঠাকুর রোড যাদবচন্দ্র ঘোষ লেন হরিজন বস্তি রবি তীর্থ যোগেন্দ্র বসাক রোড হয়ে কুন্ডু বাগান বস্তিতে গিয়ে শেষ হয় প্রচার। কিছুদিন আগে এই বস্তি উচ্ছেদের চক্রান্ত হয়েছিল। বাসিন্দাদের সঙ্গে কথা বলেন দুই প্রার্থীই।
(ছবি ও তথ্য: অভিজিৎ বসু)
Comments :0