Canning Arrest

ক্যানিংয়ে গ্রেপ্তার কুখ্যাত দুস্কৃতী

রাজ্য

Canning Arrest ক্যাপশন- ক্যানিংয়ে ধৃত কুখ্যাত দুস্কৃতী মোরসেলিম মোল্লা ওরফে বুলেট। ছবি- অনিল কুন্ডু।


ক্যানিংয়ে এক কুখ্যাত দুস্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রীতিমতো খুন করার রেট চার্ট বানিয়ে ভিজিটিং কার্ড, ফ্লেক্স ছাপিয়ে প্রচার করেছিল। মানুষ খুন করতে হাফ মার্ডারের জন্য ৫০ হাজার, ফুল মার্ডারের জন্য ১ লক্ষ টাকা রেট বেধে প্রচার করে। এমনকি বিজ্ঞাপনের এই প্রচারে যোগাযোগের জন্য মোবাইল নম্বরও দেওয়া হয়। মানুষ খুন করার বিজ্ঞাপনের খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ওই দুস্কৃতীর খোঁজে তল্লাশি চালায়। ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা গ্রাম থেকে মোরসেলিম মোল্লা ওরফে বুলেট নামে ওই দুস্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  


বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক এবিষয়ে বুধবার জানান, ধৃত ওই দুস্কৃতীর বাড়ি থেকে একটি বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, বেশ কিছু ভিজিটিং কার্ড উদ্ধার হয়েছে। ওই আধিকারিক আরো জানান, বেআইনি অস্ত্র পাচারের ঘটনায় ২০২২ সালে আগস্ট মাসে মোরসেলিম মোল্লা ওরফে বুলেট গ্রেপ্তার হয়েছিল। ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝিসহ ৩ জন খুনের ঘটনায় মূল মাস্টার মাইন্ড রফিকুল সরদারের ভাগ্নে কুখ্যাত দুস্কৃতী এই বুলেট। সুপারি কিলারের ভিজিটিং কার্ড, বিজ্ঞাপনের ফ্লেক্স কোথা থেকে ছাপানো হয়েছিল সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। বুলেটের সঙ্গে আর কারা জড়িত আছে সেই বিষয়েও তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ। ধৃত দুস্কৃতীকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৭ দিন পুলিশ হেপাজতে রাখার নির্দেশ দেন বলে তিনি জানান।

Comments :0

Login to leave a comment