Kerala

ওয়েনাড নিয়ে সরব প্রিয়াঙ্কা

জাতীয়

ওয়েনাড ধ্বসে ক্ষতিগ্রস্থদের জন্য সাহায্যের দাবিতে লোকসভায় সরব হলেন ওয়েনাডের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। এদিন সংসদের বাইরে কংগ্রেস সাংসদের নিয়ে বিক্ষোভে সামিল হন তিনি। তার দাবি কেন্দ্র সরকার কোন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না ক্ষতিগ্রস্থদের জন্য। উল্লেখ্য কেরালার বাম গনতান্ত্রিক সরকার একাধিক বার সাহায্যের দাবি জানিয়ে কেন্দ্রের কাছে সরব হয়েছে। কিন্তু কোন সাহায্য করা হয়নি। রাজ্য সরকার তার ক্ষমতা অনুযায়ী ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে। 

 রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছিল ওয়েনাঢের ভূমিধ্বসকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষনা করার জন্য। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই আবেদনের কোন সাড়া দেওয়া হয়নি। 

গত আগস্ট মাসে ভূমিধ্বসে কেরালার ওয়েনাডে প্রায় ৩০০ জনের বেশি প্রাণ হারান। বহু গ্রাম কাদামাটির তলায় চলে যায়। গ্রামবাসীদের অন্যত্র নিয়ে যাওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। যখন এই ঘটনা ঘটে সেই সময় সাহায্য না পাঠিয়ে রাজ্যের বাম গণতান্ত্রিক সরকারের দোষ খুঁজতে ব্যাস্ত থাকে কেন্দ্রের বিজেপি সরকার।    

 

Comments :0

Login to leave a comment