৭৭তম স্বাধীনতা দিবসে পাকিস্তানের তদারকি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন আনওয়ারুল হক কাকর। বালুচিস্তানের পাখতুন নেতাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি আরিফ আলভি। গত ৯ আগস্ট দেশের জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি আলভি। পাকিস্তানের সংবিধানের নিয়মে আগামী ৯০ দিনের মধ্যে দেশে সাধারণ নির্বাচন করতে হবে। সেই সময় পর্যন্ত অর্থনৈতিক সঙ্কটে জেরবার দেশটির সরকার পরিচালনা করবেন ক্ষমতাশালী সেনাবাহিনীর ঘনিষ্ঠ বলেই পরিচিত কাকর (৫২)।
সোমবার ইসলামাবাদে রাষ্ট্রপতি ভবনে কাকরকে প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করানো হয়। এই অনুষ্ঠানে বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সহ বেশ কিছু বিশিষ্টজন উপস্থিত ছিলেন। কাকর হলেন পাকিস্তানের অষ্টম তদারকি প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হওয়ার আগেই কাকর সিনেটরের আসন থেকে পদত্যাগ করেন। একই সঙ্গে বিধি মেনেই তাঁকে পদত্যাগ করতে হয়েছে বালুচিস্তান আওয়ামি পার্টি (বিএপি) থেকেও। এবার নতুন তদারকি প্রধানমন্ত্রীর কাজ হলো মন্ত্রীসভা গঠন করা।
Pakistan PM
শপথ নিলেন কাকর
×
Comments :0