MAY DAY

আজ বিশ্বে মে দিবস

রাজ্য

CPIM west bengal panchayat election TMC BJP

সোমবার সারা বিশ্বের সঙ্গে এরাজ্যেও পালিত হবে আন্তর্জাতিক মে দিবস। বামপন্থী শ্রমিক সংগঠন ও কর্মচারী সংগঠনগুলির ডাকে মে দিবস উপলক্ষে এদিন বিকালে কলকাতায় শহীদ মিনার ময়দানে শ্রমিক সমাবেশ হবে। 

এছাড়াও জেলায় জেলায় শ্রমিক সংগঠনগুলির দপ্তরে কারখানার গেটে পতাকা উত্তোলন এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রমিক সংগঠনগুলি মে দিবস উদ্‌যাপন করা হবে। এদিন সকালে কলকাতায় সিআইটিইউ’র রাজ্য দপ্তর শ্রমিক ভবনে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে অল ইন্ডিয়া অ্যান্ড আইটিইএস এমপ্লয়িজ ইউনিয়নের উদ্যোগে। 


১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে ৮ ঘণ্টা কাজের দাবিতে ধর্মঘট আন্দোলনে নেমেছিলেন শ্রমিকরা। ৪ মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের সভায় পুলিশের আক্রমণে বহু শ্রমিক নিহত হন, গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হয় চার শ্রমিক নেতাকে। পরে ১৮৯০ সালের ১ মে থেকে গোটা দুনিয়ায় শ্রমিকরা মে দিবস উদ্‌যাপন শুরু করেন। ভারতে বর্তমান পরিপ্রেক্ষিতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, শ্রমিকদের অর্জিত অধিকারের ওপরে আক্রমণের প্রতিবাদে মে দিবসে সোচ্চারে শপথ নিয়ে থাকেন শ্রমিক কর্মচারীরা।


 

Comments :0

Login to leave a comment