আগামী ১৩ সেপ্টেম্বরে শুরু হতে চলেছে এই মরশুমের আইএসএল। ১৩২ দিন চলবে এই লিগ।
গত মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট জিতেছিল আইএসএল লিগ শিল্ড । ৪৮ পয়েন্ট পেয়ে রেকর্ডও গড়েছিল।
আইএসএল’র ফাইনালে অবশ্য মুম্বইয়ের কাছে হেরে গিয়েছিল মোহনবাগান। আইএসএল কাপ দ্বিতীয়বারের জন্য জিতেছিল মুম্বাই সিটি এফসি। এই মরশুমে প্রায় সব দলই অনুশীলন শুরু করে দিয়েছে। ডুরাণ্ড কাপের পরেও প্রত্যেকটি দলের কাছে আরো বেশ কিছুদিন সময় থাকবে অনুশীলন করার।
এবারের আইএসএল’র নতুন সংযোজন মহামেডান স্পোর্টিং ক্লাব। গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়েই আইএসএল’র যোগ্যতা অর্জন করেছে এই শতাব্দী প্রাচীন ক্লাব। এইবার দেশের সর্বোচ্চ লিগে তিন প্রধানের আধিপত্য দেখতে প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা ।
Comments :0