TU Budget

বাজেট বৈঠকে ২০ দফা দাবি পেশ দেশের শ্রমিক নেতৃবৃন্দের

জাতীয়

বাড়াতে হবে প্রকল্প কর্মীদের ভাতা। ইপিএফ’র পেনশনের অঙ্ক বাড়াতে হবে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে এই দাবি তুলল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের প্রতিনিধিদল। দাবি করা হয়েছে দেশে কাজের সুযোগ বাড়ানোর পক্ষে নীতি নেওয়ারও।
আমদানি শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে চলেছে আমেরিকা। বিদেশে রপ্তানির ওপর কেবল ভরসা না করে বাড়াতে হবে দেশের ভেতরের বাজার। 
সিআইটিইউ’র পাশাপাশি এআইটিইউসি, এইচএমএস, এআইইউটিইউসি, এসইডব্লিউএ এবং এআইসিসিটিইউ’র প্রতিনিধিরা অংশ নেন আলোচনায়।
২০২৬-২৭’র বাজেটের প্রস্তুতিতে বিভিন্ন অংশের সঙ্গে প্রতি বছরই বৈঠক করে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। 
ট্রেড ইউনিয়ন সমূহের দাবি সরকারি প্রকল্পের সঠিক অডিট হওয়া জরুরি। সংসদে পেশ সরকারি প্রকল্প সংক্রান্ত হিসেব বা অডিট রিপোর্টের সংখ্যা কমছে। এই প্রবণতা বন্ধ করতে হবে।
ট্রেড ইউনিয়নসমূহের দাবি, ইপিএফ এবং ইএসআই’র আওতা আরও বড় করা দরকার। বহু শ্রমিক-কর্মচারী প্রয়োজন থাকলেও আওতার বাইরে থেকে যাচ্ছেন। বাড়াতে হবে ইপিএফ বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে বাড়াতে হবে পেনশনের অঙ্ক। 
ট্রেড ইউনিয়নের তরফে দাবি করা হয়েছে যে প্রকল্প কর্মীদের ভাতা বাড়াতে হবে।
গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রকে গিয়ে বৈঠক করেন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment