Vodafone Idea

ভোডাফোনের ৩৩ শতাংশ শেয়ার কিনছে কেন্দ্র

জাতীয়

Vodafone Idea

একদিকে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা ঢালাও বিক্রি। অন্যদিকে লোকসানে ডুবতে থাকা বেসরকারি কর্পোরেট টেলিকম সংস্থা ভোডাফোনের ৩৩ শতাংশ শেয়ার কিনল কেন্দ্রের মোদী সরকার। টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, সংস্থার ৩৩ শতাংশ শেয়ার হস্তান্তরের বিনিময়ে কেন্দ্রকে তার ১৬ হাজার ১৩৩ কোটি টাকার পাওনা শোধ করলো ভোডাফোন। এর ফলে কেন্দ্র সরকারের হাতে আসছে ভোডাফোনের ৩৩.১৪ শতাংশ শেয়ার। 


প্রসঙ্গত, টেলিকম সংস্থা ভোডাফোনের থেকে স্পেকট্রাম চার্জ,আয় সংক্রান্ত পাওনা দীর্ঘদিন বকেয়া থেকে সুদে আসলে তার পরিমান বেড়ে গেছে। চলতি বাজারে লোকসানে কার্যত ডুবছে ভোডাফোন। ফলে নিয়মিত কেন্দ্রের পাওনা অর্থ দেওয়া ক্ষমতা নেই ভোডা ফোনের। কেন্দ্রের জমে থাকা দায় মেটাতে অবশেষে সরকারকে তার শেয়ার হস্তান্তরের উদ্যোগ নেয় ভোডাফোন। মোদী লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার ঢালাও বিক্রি করলেও এবারে দেখা গেল লোকসানে চলা ভোডাফোনের শেয়ার দখলে নিতে মোদী সরকার দেরি করেনি। বিশেষজ্ঞের মত, আদানির মতো ভোডাফোনের শেয়ারের দাম পড়ে গিয়ে ফের লোকসানের ঝুকিও কেন্দ্রের থেকে গেল। 
সরকারের নিজের নিয়ন্ত্রিত টেলকম সংস্থা বিএসএনএল’কে যদিও প্রতিযোগিতা থেকে পিছিয়েই দেওয়া হচ্ছে লাগাতার।

Comments :0

Login to leave a comment