SUJANDA SUDESHNA

‘জনতাই পুঁজি’, বুঝছে ক্লাস এইটের সুদেষ্ণাও

রাজ্য লোকসভা ২০২৪

সুজন চক্রবর্তীর হাতে টিফিনের অর্থ তুলে দিচ্ছে সুদেষ্ণা সিট। ছবি: অভিজিৎ বসু

সুদেষ্ণা সিট। ক্লাস এইট। টিফিনের টাকা বাঁচিয়ে রেখেছিল ছাত্রী। বৃহস্পতিবার সেই অর্থ তুলে দিয়েছে সুজন চক্রবর্তীর হাতে। 
দমদম কেন্দ্রে প্রার্থী সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। পৌঁছাচ্ছেন সবার কাছে, শুনছেন কথা, জানাচ্ছেন লক্ষ্য। প্রচারে সাড়া পড়েছে দমদম জুড়ে। প্রচার মিছিলে বারবারই দেখা যাচ্ছে কমবয়সীদেরও। সেই তরঙ্গ ছুঁয়ে দিয়েছে সুদেষ্ণাকেও। 
এদিন সকালে সুজন চক্রবর্তী দেশপ্রিয় নগর অঞ্চলে প্রচারে বের হন। উদয়ভিলা উদ্বাস্ত কলোনি থেকে প্রচার সেরে টিচার্স কলোনিতে যান। এখানেই বেলঘড়িয়া মহাকালী হাই স্কুলের ছাত্রী সুদেষ্ণা সিট তাঁর হাতে জমানো অর্থ তুলে দিতে চায়। সুদেষ্ণা দেখেছে বড়দের অর্থসাহায্য করতে। টিফিনের অর্থ জমিয়ে রেখেছিল বাক্সে। ছোট্ট তালা দেওয়া সেই বাক্স সুজন চক্রবর্তীর হাতে তুলে দেয় সুদেষ্ণা। 
এদিনই নিউ বাসুদেবপুর রোডে হোমিওপ্যাথি চিকিৎসক অভিজিৎ মজুমদারও অর্থ দিয়েছেন সুজন চক্রবর্তীর প্রচার তহবিলে। তবে সুদেষ্ণার ঘটে জমানো অর্থ আলাদা উৎসাহ দিচ্ছে বাম এবং সিপিআই(এম) কর্মী সমর্থকদের। নির্বাচনী বন্ড আর রাজনীতিতে কর্পোরেট অনুদানের ওপর নির্ভরতা ভাঙার বার্তা দিচ্ছে সিপিআই(এম)। স্লোগান দিয়েছে, ‘হক্‌ রুটি রুজি/ জনতাই পুঁজি’। 
বার্তা পৌঁছেছে নতুন প্রজন্মের কাছে, সুদেষ্ণাদের কাছে।

Comments :0

Login to leave a comment