সোমবার পালিত হবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সফল রূপকার কমরেড ভি আই লেনিনের ১৫৫তম জন্মদিবস। সোমবার সকাল সাড়ে দশটায় কলকাতায় ধর্মতলায় লেনিন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন বামফ্রন্ট নেতৃবৃন্দ। নির্বাচনী সংগ্রামের মধ্যেও রাজ্যের সর্বত্র সিপিআই(এম) এবং বামপন্থী আন্দোলনের কর্মীরা লেনিনের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে তাঁর জন্মদিবস উদ্যাপন করবেন, সভা-সেমিনার ইত্যাদির মধ্য দিয়ে লেনিনের অবদান এবং বর্তমান সময়কালে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করবেন।
১৮৭০ সালের ২২ এপ্রিল তৎকালীন রাশিয়ার সিমবির্স্ক শহরে লেনিনের জন্ম। জারশাসিত রাশিয়ার বুকে তাঁর নেতৃত্বেই প্রথম সফল সমাজতান্ত্রিক বিপ্লবের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। শ্রমিক শ্রেণিকে সাম্রাজ্যবাদী শৃঙ্খলের দুর্বলতম গ্রন্থিতে আঘাত করে বিপ্লবী অভ্যুত্থান ঘটানোর মুহূর্ত চয়ন করার যে সূত্র কমরেড লেনিন দিয়েছিলেন, তা মার্কসবাদের বিকাশে তাঁর অনন্য অবদান হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। মানবমুক্তির আন্দোলনের ইতিহাসে কমরেড লেনিনের এই চিরস্মরণীয় অবদানের কথা মনে রেখেই পৃথিবীর দেশে দেশে তাঁর জন্মদিবস উদ্যাপন করা হয়ে থাকে। পুঁজিবাদের ব্যবস্থার থেকে উদ্ভূত অর্থনৈতিক সঙ্কট এবং নয়া ফ্যাসিবাদ যখন ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে মাথা চাড়া দিয়েছে, তখন মার্কসবাদ এবং লেনিনবাদের প্রাসঙ্গিকতা আরও গভীরভাবে অনুভূত হচ্ছে।
Comments :0