কোচবিহারের নবম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক পরিণতির প্রতিবাদে জেলা বিদ্যালয় পরিদর্শককে স্মারকলিপি দিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা শাখা।
গত ১৮ জুলাই বিদ্যালয় থেকে ফেরার পথে দুষ্কৃতীদের হাতে অপহৃত ও ধর্ষিত হয় ওই ছাত্রী। মেয়ে বাড়ি না ফেরায় বাড়ির লোকেরা মিসিং ডায়েরি করে। শারীরিক অত্যাচারে অসুস্থ মেয়েটিকে দুষ্কৃতীরা প্রথমে হাতুড়ে ডাক্তারের কাছে এবং পরবর্তীতে মাথাভাঙ্গায় এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় ছাত্রীকে পরবর্তীকালে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষ পর্যন্ত ২৬ জুলাই ছাত্রী মারা যায়।
এদিন কর্মসূচিতে ছিলেন এবিটিএ’র জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, সদর মহকুমা শাখার সম্পাদক কৌশিক গোস্বামী প্রমুখ।
Comments :0