জলপাইগুড়ি আসনের সিপিআই(এম) প্রার্থী দেবরাজ বর্মন। ধুপগুড়িতে, উত্তরবঙ্গের সর্ববৃহৎ নিয়ন্ত্রিত কৃষি বাজারে, লক্ষাধিক কৃষক বিক্রেতা ক্রেতা ব্যবসায়ীদের মধ্যে প্রচার করলেন তিনি।
পূর্বতন বামফ্রন্ট সরকারের সময় কৃষি বিকাশের উদ্যোগ এখন আটকে যাচ্ছে। কৃষক আত্মহত্যার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ধূপগুড়ি।
উল্লেখ্য ধুপগুড়ি সহ জেলার ও আশপাশের জেলার এক বিরাট অংশের কৃষি এলাকার কৃষকরা ফসল নিয়ে রেগুলেটেড মার্কেটে পাইকারদের কাছে বিক্রি করতে আসেন। বামফ্রন্ট সরকার তাদের বর্গাচাষি থেকে নিজের মালিকানায় জমি দিয়েছে। কৃষক মান্ডি অচল, ফড়েদের দৌরাত্ম্যে বাজারে সবজির দাম আকাশছোঁয়া হলেও কৃষকদের পকেটে ঢোকে না সেই পয়সা। এই পরিস্থিতিতে চাষ করাই দায় হয়ে দাঁড়াচ্ছে তাঁদের।
এদিন বামফ্রন্ট প্রার্থীর সাথে সকালে প্রচারে ছিলেন কৃষক সভার জলপাইগুড়ি জেলা সভাপতি প্রাণগোপাল ভাওয়াল, প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপ্লব ঝা, এবিটিএর জেলা সভাপতি প্রণব দত্ত, ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মমতা রায়, কৃষক নেতা দুর্গাচরণ রায় সহ অন্যান্য পার্টি নেতৃবৃন্দ।।
Debraj barman dhupguri
ধুপগুড়ির কৃষি বাজারে প্রচার দেবরাজের
×
Comments :0