Gurugram Wall Collapses

হরিয়ানায় শ্মশানের পাঁচিল ধসে দুই নাবালিকা সহ মৃত ৫

জাতীয়

হরিয়ানার সন্ধ্যা ৭টা নাগাদ গুরুগ্রামের শ্মশানের দেওয়াল ভেঙে মৃত্যু হল পাঁচ জনের। ঘটনাটি ধরা পড়েছে শ্মশানের পাশে লাগানো সিসিটিভি ক্যামেরায়। ফুটেজে অর্জুন নগর কলোনীর কিছু বাসিন্দা, যাদের বাড়ি শ্মশানের পিছনে তাঁরা জানিয়েছেন, শ্মশানের ধারে রাস্তার উপর বসেছিলেন কয়েকজন। আচমকা হুড়মুড় করে তাঁদের উপর ভেঙে পড়ে শ্মশানের দেওয়াল। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের। একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামের অর্জুন নগর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। দুই নাবালিকাসহ ছয়জন ২০ফুট বাই ১৫ ফুট দেয়ালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। পাঁচিলের কাছে দাঁড়িয়ে থাকা কিছু লোক তাদের উদ্ধার করতে আসে। পুলিশকেও খবর দেন তাঁরা। নিহতদের মধ্যে দুইজন মহিলা এবং একটি শিশুও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের। আহত ১১ বছর বয়সী তানিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম দেবী দয়াল ওরফে পাপ্পু(৭০), কৃষ্ণ কুমার ওরফে বাবা ডিজে(৫২), মনোজ গাবা (৫৪) ১১ বছর বয়সী তানিয়া এবং খুশবু(১০) তানিয়া বীর নগরের বাসিন্দা, অন্যরা অর্জুন নগরের বাসিন্দা। ৫০ বছর বয়সী দীপ প্রধান নামে এক ব্যক্তি বর্তমানে গুরুতর অবস্থায় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে। শ্মশানের তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা পলাতক। পাঁচিল ভেঙে আহত দীপ প্রধানের বক্তব্যের ভিত্তিতে শ্মশান সংস্কার কমিটির বিরুদ্ধে গাফিলতির কারণে মৃত্যুর একটি মামলা দায়ের করেছে নিউ কলোনি থানার পুলিশ। ঘটনার পর থেকে শ্মশানের তত্ত্বাবধায়ক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। 

Comments :0

Login to leave a comment