CrossWord — 15 AUGUST. / NATUNPATA

শব্দের খেলা — নতুনপাতা / ১৫ আগস্ট

ছোটদের বিভাগ

CrossWord   15 AUGUST  NATUNPATA

স্বাধীনতা দিবস উপলক্ষে 

শব্দের খেলা

শুভজ্যোতি রায় 

পাশাপাশি
১.অগ্নিযুগের এক বিপ্লব তীর্থ প্রফুল্ল চন্দ্রকে এখানের গান্ধী বলা হত
৪. এই ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন
৬. — গিরি কান্তার মরু
৮. আজাদ হিন্দ বাহিনী অধিকৃত স্বরাজ দ্বীপের প্রকৃত নাম
১০. এর অন্তরালে বহু বিপ্লবীকে কাটাতে হয়েছে
১১.— লাল ঢিংড়া
১৩. বিপ্লবের রং
১৪. রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ব্রিটিশ বিরোধী সংগঠন

উপর নীচ
২. আমরা সবাই — আমাদের এই রাজার রাজত্বে
৩. স্বাধীনতার স্বপ্ন দেখানো শেষ মুঘল সম্রাট —  শাহ জাফর
৫. নবজাগরণের অন্যতম পথিকৃৎ
৭.  এই 'মোদক' লর্ড পিন্ডার দমন করেছিলেন
৮. চট্টগ্রাম অত্রাগার আক্রমণের এক শহীদ
৯. স্বাধীন ভারতের 'মুখার্জি' কমিউনিস্ট নেতা
১১. সিপাহী বিদ্রোহের ঐতিহাসিক শহর
১২. —  বিহারী বসু

 

Comments :0

Login to leave a comment