BANGLADESH CUBA MEET

ঢাকায় কিউবার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক
বাংলাদেশের কমিউনিস্ট নেতৃত্বের

আন্তর্জাতিক

BANGLADESH CUBA MEET ঢাকায় বৈঠকে কিউবার রাষ্ট্রদূত। ছবি প্রেনসা লাতিনার সৌজন্যে

মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের মুখে ৬০ বছরের বেশি সময় ধরে লড়ে যাচ্ছে সমাজতান্ত্রিক কিউবা। সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ জানাচ্ছে প্রতিদিন। কিউবার সঙ্গে সমন্বয়, সহযোগিতা, বন্ধুত্ব বজায় রাখবে বাংলাদেশ। 

ঢাকায় কিউবার রাষ্ট্রদূতে আলেজান্দ্রো সিমানকাসের সঙ্গে আলোচনায় এই বার্তা দিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। দুই দলই নিন্দা করেছে কিউবার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধের। 

ঢাকায় এই বৈঠক সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে প্রেনসা লাতিনা। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিউবার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পক্ষে উৎসাহ দেখিয়েছেন। ১৯৭৩’এ ফিদেল কাস্ত্রো এবং শেখ মুজিবর রহমানের বৈঠকের স্মৃতি তুলে ধরেছেন রাষ্ট্রপতি। 

রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে অন্য অনেক দেশের মতো বাংলাদেশও কিউবার ওপর চাপানো অবরোধ অবসানের দাবি তুলে আসছে। অবরোধকে অপরাধমূলক আখ্যা দিয়েছে। তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন কিউবার রাষ্ট্রদূত।  

Comments :0

Login to leave a comment