TMC fractional fight

টাকার বিনিময় টিকিট বিক্রি অভিযোগ বিধায়কের মেয়ের

রাজ্য জেলা

বিশ্বনাথ সিংহ


এবার টাকার বিনিময়ে প্রার্থীদের টিকিট বন্টনের অভিযোগ। অভিযোগ করেছে চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমান নিজেই। তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা ব্যানার্জী বিক্ষুব্ধদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করলেও চোপড়ার বিধায়ক হামিদুল রহমানে মেয়ে অর্জুনা বেগম উত্তর দিনাজপুর জেলা পরিষদের চার নম্বর আসনে তৃণমূলের বিধায়ক করিম চৌধুরীর অনুগামী নির্দল প্রার্থী প্রতিদ্বন্দিতা করায় জেলা জুড়ে শোরগোল। নিজের মেয়েকে নির্দল প্রার্থী হিসেবে জেতাতে মরিয়া বিধায়ক হামিদুল রহমান। বিধায়ক কন্যা জানিয়েছএন যে, ‘‘আমাদের যদি লড়তেই হয় তবে করিম চৌধুরী সাহেবের নেতৃত্বে নির্দল হয়েই লড়বো।’’


২০১৮ সালে উত্তর দিনাজপুর জেলা পরিষদে চার নম্বর আসনে প্রার্থী করা হয়ে চোপড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক হামিদুল রহমানের মেয়ে অর্জুনা বেগমকে। নির্বাচনে প্রায় ৪৮ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাজকর্ম পছন্দ না হওয়ায় অর্জুনা বেগম বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অনুগামী হয়ে কাজকর্ম করেন। 


২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বিদ্রোহী বিধায়ক করিম চৌধুরীর মনোনীতদের প্রার্থী তালিকার বাইরে রেখেছেন। বাতিলদের মধ্যে স্থান পেয়ে ৪৮ হাজার ভোটের ব্যাবধানে জয়ী হামিদুল রহমানের মেয়ে অর্জুন বেগমকেও। শুধুমাত্র করিম চৌধুরী অনুগামী হওয়ার কারনেই তাকে জেলা পরিষদের চার নম্বর আসনে প্রার্থী করা হয়নি বলে অভিযোগ। বিধায়কের মেয়েকে প্রার্থী না করায় জেলা সভাপতিকে এক হাত নিয়েছেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। বিধায়কের অভিযোগ একজন অরাজনৈতিক ব্যাক্তিকে জেলা পরিষদের প্রার্থী করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন জেলা সভাপতি। চার নম্বর আসনে দল যাকে প্রার্থী করেছে সে নিজের এলাকাতেই জিত্ততে পারবে না। জেলা পরিষদের সহসভাধিপতি ফারহাদ বানু একজন রাজনৈতিক ব্যাক্তিত্ত্ব হওয়া সত্ত্বেও তাকেও প্রার্থী করা হয়নি। বিধায়কের অভিযোগ জেলা সভাপতি অরাজনোতিক ব্যাক্তিদের প্রার্থী করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। রাজ্যের সমস্ত জেলায় বিধায়কদের প্রার্থী নির্বাচনে প্রধান দায়িত্ব থাকলেও একমাত্র ইসলামপুরের বিধায়ককে সেই দায়িত্বের বাইরে রেখেছেন। জেলা সভাপতি এবং রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর ভূমিকার কড়া সমালোচনা করেছেন হামিদুল রহমান।  হামিদুল রহমানের মেয়ে অর্জুনা বেগম আরেক ধাপ এগিয়ে বলেন জেলা সভাপতি তাদের উপর অবিচার করেছেন। তাই তারা নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দীতা করছেন।

 

Comments :0

Login to leave a comment