indian premier league

আইপিএলে দিল্লি বনাম লখনৌ

খেলা

DC vs LSG IPLMatch

সোমবার আইপিএলের অন্যতম এক আকর্ষণীয় ম্যাচ। দুই দলের দুই খেলোয়াড়রা নামবেন নিজের পুরোনো দুই দলের বিরুদ্ধে। একদিকে দিল্লির হয়ে নিজের পুরোনো দল লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে নামবেন কেএল রাহুল এবং অন্যদিকে লখনৌয়ের অধিনায়ক হিসেবে নিজের পুরোনো দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবেন ঋষভ পন্থ। এই বছরের নিলামেই সর্বোচ্চ ২৭কোটি অর্থমূল্যে ঋষভকে নিজের দলে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। এছাড়াও তাদের দলে রয়েছেন এইডেন মার্করাম,নিকোলাস পুরান , ডেভিড মিলার , মিচেল মার্শদের মতো ক্ৰিকেটররা। দিল্লি দলের কর্ণধার পার্থ জিন্দাল। কেকেআর থেকে মিচেল স্টার্ককে দলে নিয়েছেন তারা। এছাড়াও দলে রয়েছে ডুপ্লেসিস , রাহুল , করুন নাইয়ের , অভিষেক শর্মারা। তাদের অধিনায়ক অক্ষর প্যাটেল। রয়েছেন বাংলার অভিষেক ও ঈশান পোরেল । খেলাটি হবে বিশাখাপত্তনামের এসিএ - ভিডিসিএ স্টেডিয়ামে ( অন্ধ্র ক্রিকেট এসোসিয়েশন - বিশাখাপত্তনাম ডিস্ট্রিক্ট ক্রিকেট স্টেডিয়াম )।

 

   

Comments :0

Login to leave a comment