DHUSARBELA / NILKANTHA — MANISH DEB / SHARAD MUKTADHARA

ধূসরবেলা — নীলকন্ঠ / মনীষ দেব / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

DHUSARBELA  NILKANTHA    MANISH DEB  SHARAD MUKTADHARA

শারদ মুক্তধারা

ধূসরবেলা

নীলকন্ঠ 
মনীষদেব

  নীলকন্ঠ পাখি বলেছিল ফিরে যাবে — ফেরার দেশে। ফিরবে সে আবার আমাদের গাঁয়ে যেথা ফিঙে দোলে ধানের শীষে আশ্বিনের মাঠে
     তার সাথে কথা
     তার কাছে ফিরে ফিরে আসা
     তার সাথে বাঁচা
নীলকন্ঠ পাখি ঊমা কে পৌঁচ্ছে দিও। পৌঁছে দিও বিষাদের সুর বুকে। 
  পৌঁছে দিও লাঞ্ছিত চিত্রাঙ্গদাদের কথা পৃথিবীর দোরে দোরে — মণিপুর কন্যার কান্নার কথা ভুলে যেও না — নীলকন্ঠ পাখি। 


    পৃথিবী বড়ো কাঁদছে। 
    জোজ আবু আউদা পাহাড় ডিঙিয়ে, ওয়াদি গাজা নদী পেরিয়ে। তুমি পৌঁছে যেও নীলকণ্ঠ পাখি বুলেটে লেখা গাজায়। যেখানে ক্ষত-বিক্ষত শৈশব প্রতিক্ষণ — বিসর্জনে। 
প্রতি নিশ্বাসে যেথা মৃত্যুদূতের হানা। সেখানে তুমি বলে এসো শান্তির কথা — নীলকন্ঠ পাখি।
     তুমি তো নীলকন্ঠ — কন্ঠে নিয়েছ বিষ
     পৃথিবীর প্রতি বিশ্বাসে — 
       উড়ে যাও তুমি 
       উড়ে যাও তুমি 
       উড়ে যাও তুমি....।

Comments :0

Login to leave a comment