SAVE DAMODAR

দামোদর বাঁচাতে ডেপুটেশন পুলিশকে

জেলা

SAVE DAMODAR বল্লভপুর ফাঁড়িতে বিক্ষোভ সিপিআই(এম)’র

সুষ্ঠ ও শান্তিপূর্ণ অবাধ পঞ্চায়েত নির্বাচনের দাবিতে ডেপুটেশন দিল সিপিআই(এম)। বৃহস্পতিবার রানিগঞ্জ থানার বল্লভপুর পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন দেওয়া হয়। দামোদরের বালি চুরি বন্ধ, এলাকায় অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিও জানিয়েছে সিপিআই(এম) রানিগঞ্জ এরিয়া কমিটি। 

এদিন লাল ঝাণ্ডা, প্লাকার্ড নিয়ে সিপিআই(এম) কর্মীরা রবীন সেন স্মৃতি ভবন থেকে পেপারমিল গেট পর্যন্ত মিছিল করেন। মিছিল শেষে সভা হয়। বক্তব্য রাখেন পার্টিনেতা সুপ্রিয় রায়, হেমন্ত প্রভাকর, দিব্যেন্দু মুখার্জি।  ডেপুটেশনে নেতৃত্ব দেন কমলাকান্ত পাল, অশোক বাউরি,  মলয়কান্তি মণ্ডল।  নারীদের ওপর অত্যাচারেরও প্রতিবাদ জানানো হয়।

আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, পঞ্চায়েত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। ভোট লুটেরা ও  দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। বামপন্থী  আন্দোলনকে ভেঙে দেওয়ার কাজ করছে তৃণমূলের দলদাস পুলিশ। মামলা চাপাচ্ছে। তৃণমূলের সমাজবিরোধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। নেতৃত্ব হুঁশিয়ারী দেয় পুলিশের ভয় দেখিয়ে বাম আন্দোলনকে দমানো যাবে না। 

স্থানীয় মানুষের অভিযোগ, দামোদর নদ থেকে অবাধে অবৈধ বালি উত্তোলন চলছে। পুলিশ নীরব রয়েছে। অবৈধ বালি উত্তোলনের ফলে নদীর জলস্তর কমছে। জলসঙ্কট তৈরি হচ্ছে। 

Comments :0

Login to leave a comment