Howrah Amata Local

লাইনচ্যুত হাওড়া আমতা লোকালের তিনটি বগি

জাতীয় রাজ্য

Howrah Amata Local


বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ দক্ষিণ পূর্ব রেলের আমতা শাখার মাজু স্টেশন থেকে বেশ কিছুটা দূরে আপ আমতা লোকালের তিনটি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় কমপক্ষে পনেরো যাত্রী জখম হয়েছে বলে স্থানীয় মানুষজন জানান। আহত রেল যাত্রীদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে গোয়ালপোতা হাসপাতালে পাঠায়। জানা গিয়েছে এদিন ট্রেনটি মহেন্দ্র লাল নগর থেকে ছেড়ে মাজু স্টেশনে ঢোকার মুখে দূর্ঘটনাটি ঘটে। তবে চালকের তৎপরতায় বড় সড় দূর্ঘটনা থেকে রেহাই পেয়েছে বলে মনে করছে যাত্রীরা।

তবে সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটলে কি হতো তার ভেবেই শিউরে‌ উঠছে এলাকার মানুষ। ঘটনার সময়ে লোকালের গতি অনেক কম থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।


এদিন সকাল নটা ৫৫ মিনিট নাগাদ বিহারে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। পহেলজা এবং কারাবন্দিয়া স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে মালগাড়ির ১৩ টি খালি বগি রেললাইনচ্যুত হয়ে উলটে গিয়েছে। যদিও দুটি ঘটনায় প্রাণহানির কোন খবর পাওয়া যায়নি। 
 

Comments :0

Login to leave a comment