AFC Challenge League

তুর্কমেনিস্তানে অতিরিক্ত নিরাপত্তা বলয়ে ইস্টবেঙ্গল দল

খেলা

তুর্কমেনিস্তানের আর্কদাগে খেলতে নিয়ে বিপাকে ইস্টবেঙ্গল দল । কেড়ে নেওয়া হয়েছে পাসপোর্ট। হোটেল রুমেও একপ্রকার বন্দীরত অবস্থায় রাখা হয়েছে গোটা দলকেই। মোবাইল , ল্যাপটপের সঙ্গে নেই কোনো ইন্টারনেট সংযোগ। ফলে বাইরের দেশের সঙ্গেও সংযোগ হারিয়েছে তারা। এছাড়াও হোটেল থেকে অনুশীলন করতে যাওয়ার সময়ও একটি গাড়ি অনুসরণ করছে তাদের। এই নিয়ে আর্কাদাগ ম্যানেজেমেন্টকে অভিযোগ জানানো হলেও তারা তা মানতে অস্বীকার করে। তাই ম্যাচের আগেই ইস্টবেঙ্গলকে মানসিকভাবে চাপে ফেলার সবরকম প্রচেষ্টায় চলছে ।ইতিমধ্যেই কলকাতায় ১গোলে হেরেছে ইস্টবেঙ্গল। ফলে আওয়ে ম্যাচে জয় তোলা ছাড়া আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই অস্কার ব্রিগেডের কাছে। বুধবার খেলা হলেও তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে দুইদিন আগেই আর্কাদাগ পৌঁছে গেছে ইস্টবেঙ্গল। ১গোলে খেলা শেষ হলে ৯০মিনিটের পর খেলা গড়াবে অতিরিক্ত সময় পর্যন্ত। তাই ক্ষীণ একটা আশা থাকলেও অস্কার হাল ছাড়তে নারাজ। 

Comments :0

Login to leave a comment