DIPSITA CAMPAIGN

ছবিতে প্রচার: শ্রীরামপুরে দীপ্সিতা ধর

জেলা লোকসভা ২০২৪

বৃহস্পতিবার শ্রীরামপুরে প্রচার সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধরের।

গণগনে রোদে পায়ে হেঁটে চলছে প্রচার। শ্রীরামপুরে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী দীপ্সিতা ধর ঢুকে পড়ছেন পাড়ায় পাড়ায়। বৃহস্পতিবার শ্রীরামপুরে তাঁর প্রচারের কয়েকটি মুহূর্ত।

শামিল ছাত্রী মহিলারা

দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, দেশে ছাত্র আন্দোলনের নেত্রীও দীপ্সিতা। এসএফআই’র সর্বভারতীয় নেত্রী। রয়েছে এসএফআই নেত্রী নবনীতা চক্রবর্তীও।

সবার কাছে, সবার মাঝে

বাড়ি থেকে বেরিয়ে এসেছেন বাসিন্দাদের অনেকেই। লড়াইয়ের জন্য দীপ্সিতাকে অভিনন্দন জানাবেন বলে। 

ছোট্ট জটলা, অনেক কথা

পাড়ার মোড়ে মোড়ে দীপ্সিতার প্রচারের মাঝেই হয়ে যাচ্ছে জটলা। বেরিয়ে আসছেন বাসিন্দারা। দেশ বাঁচানোর লড়াই, লড়াই বাংলাকে বাঁচানোরও, বলছেন দীপ্সিতা।

‘দুর্নীতিকে হারাও, হারাও বিভেদ আর হিংসাকে’

লড়াই নীতির। যুব অংশের কর্মসংস্থানের, প্রতি ঘরে গুনগত মানে উন্নত শিক্ষার। বিশ্বের সবচেয়ে বষম্যের দেশ হয়েছে ভারত। হয়েছে লুটেরা পুঁজির আখড়া। বাংলাতেও তাদেরই রমরমা। হারাতে হবে বিজেপি-কে, তৃণমূলকে। জয়ো করতে হবে বামপন্থীদের, দেশের বাংলার ভবিষ্যতের জন্য। প্রচারে এই বার্তা ছড়িয়ে দিচ্ছেন বামপন্থীরা।

(ছবি ও তথ্য; মানব লাহিড়ী)

Comments :0

Login to leave a comment