Donation

জ্যোতি বসু সেন্টার, গণশক্তি ও পার্টি তহবিলে অর্থসাহায্য

রাজ্য

Donation ক্যাপশন: মঙ্গলবার সিপিআই(এম) রাজ্য দপ্তর মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে সাহায্য তুলে দিচ্ছেন দিলীপ সরকার


সিপিআই(এম)’র রাজ্য দপ্তর মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির হাতে মঙ্গলবার জ্যোতি বসু সমাজবিজ্ঞান গবেষণা কেন্দ্রের জন্য ৩০ হাজার টাকা দান করেছেন দমদমের বাসিন্দা দিলীপ সরকার। 

এছাড়াও তিনি গণশক্তি পত্রিকার তহবিলের জন্য ৫ হাজার টাকা এবং সিপিআই(এম)’র উত্তর ২৪ পরগনা জেলা কমিটির তহবিলে ২০ হাজার টাকা দান করেছেন। 

অনুরাধা সরকার ১০ হাজার টাকা দান করেছেন ডিওয়াইএফআই’র তহবিলে। উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য পলাশ দাশ এবং পার্টির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মৃণাল চক্রবর্তীও। এদিনই বরানগরের নেতাজী কলোনির বাসিন্দা প্রভাস চন্দ্র কর ৫ হাজার টাকা দান করেছেন জ্যোতি বসু সমাজবিজ্ঞান গবেষণা কেন্দ্রের জন্য, সুব্রত নাগ ৫হাজার টাকা দান করেছেন গণশক্তির জন্য, সুভাষ চন্দ্র কর ৫ হাজার টাকা দান করেছেন সিপিআই(এম)’র রাজ্য কমিটির তহবিলের জন্য। 


 

Comments :0

Login to leave a comment