River Erosion

গদাধর নদী ভাঙনে দিশেহারা বাসিন্দারা, উদাসীন প্রশাসন

রাজ্য

গদাধর নদীর ভাঙ্গনে দিশেহারা, কোচবিহার জেলার তুফানগঞ্জ ১নং ব্লকের অন্তর্গত দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর ঘোষ পাড়া এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই গদাধর নদীর গর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি বাড়ি। তলিয়ে গেছে প্রায় শতাধিক বিঘা কৃষি জমি। আর এই মুহূর্তে গোটা গ্রামকে গ্রাস করতে চাইছে এই গদাধর নদী। লাগাতার বৃষ্টিতে নদী ভাঙন ধারণ করেছে ভয়াবহ আকার। কিন্তু সব কিছু দেখেও উদাসীন প্রশাসন। সংশ্লিষ্ট এই এলাকায় নদীর পাড় বাঁধের দাবিতে বারবার সেচ দপ্তরের দ্বারস্থ হয়েছেন এই এলাকার বাসিন্দারা। কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। আর এই বাঁধ নির্মাণ না হওয়ায় গদাধর নদীর ভাঙনে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের।
নদী ভাঙ্গন কবলিত এই এলাকার বাসিন্দা ঝর্না সরকার, গণেশ বর্মন, অনিল সরকার প্রমুখরা জানান, ‘‘এই এলাকাটার নাম ঘোষ পাড়া হলেও এই মুহূর্তে একটি মাত্র ঘোষ পরিবারও বাস করেন না এখানে। কারণ নদী ভাঙ্গনে তলিয়ে গেছে তাদের বসত ভিটে। আর তাই অন্যত্র চলে গেছেন তারা। এই মুহূর্তে তারা প্রায় ২৫টি পরিবার থেকে থেকে গেছেন নদী ভাঙন কবলিত এই এলাকাতে। কিন্তু নদীর পাড় যেভাবে ভাঙছে, তাতে তাদের ভিটে মাটি সহায় সম্বল গদাধর নদীর গর্ভে বিলীন হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি দাঁড়িয়ে তারা। এই ভাঙন প্রতিরোধে পাড় বাঁধ নির্মাণের জন্য একাধিকবার সেচ দপ্তর থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি কিংবা গ্রাম পঞ্চায়েত দপ্তরেও বারবার আপিল করেছেন তারা। প্রতিবারই বাঁধ নির্মাণের আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত নির্মাণ করে দেওয়া হয়নি এই পাড় বাঁধ।’’ সরকার পাশে না দাঁড়ানোর কারণে চোখের সামনে দেখতে হবে নিজেদের ধ্বংসের ছবি বলে এদিন আক্ষেপ করেন তারা। অবিলম্বে বাঁধ নির্মাণ এবং যাদের বাড়ি ঘর নদীতে তলিয়ে গেছে, তাদের মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করুক সরকার বলে এদিন দাবি করেন তারা।

Comments :0

Login to leave a comment