বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এনুমারেশন ফরম পাঠানোর পর ফেরত না আসা ফরমের ভোটারদের আলাদা করে তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন।
আগামী ৪ নভেম্বর থেকে বাড়ি, বাড়ি এনুমারেশন ফরম নিয়ে যাবেন বিএলও’রা। রাজ্যের বর্তমান ৭ কোটি ৬৬ লক্ষ ভোটারদের জন্যই এই এনুমারেশন ফরম পাঠানো হবে। ৪ নভেম্বর থেকে টানা এক মাসব্যাপী এই প্রক্রিয়া চালাবে কমিশন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি বিএলও’দের যাওয়ার কাজ। প্রতিটি ভোটারকে সাক্ষাৎ করার জন্য বিএলও’দের তিনবার বাড়ি-বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
ভোটারদের কাছ থেকে পূরণ হয়ে না আসা ফরমের তালিকা তৈরি করে প্রকাশ্য টাঙানোর ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। বিহারের পর দ্বিতীয় পর্বের এসআইআর-এ এই ধরনের উদ্যোগ প্রথম বলে জানাচ্ছে নির্বাচন কমিশন। আসলে এনুমারেশন ফরম পূরণ হয়ে ফেরত না আসার অর্থই হবে মৃত না হলে ভুয়ো ভোটার। ফলে খসড়া তালিকা তৈরির আগে একটা ধারণা তৈরি করে নিতে চাইছে কমিশন। কিন্তু তা নিয়ে জনমানসে ও রাজনৈতিক দলগুলির মধ্যে বিভ্রান্তি এড়াতে তালিকা প্রকাশ করার পরিকল্পনা করা হচ্ছে।
কমিশনের একটি শীর্ষ সূত্রে জানা গেছে, আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তার আগেই ভোটারদের কাছে পাঠানোর পর পূরণ না হয়ে আসা ভোটারদের তালিকা তৈরি করে জানিয়ে দেওয়া হবে। নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য,‘‘ রাজ্যের প্রতিটি ভোটারদের কাছে পাঠানো এনুমারেশন ফরমের মধ্য থেকে যে ফরম পূরণ হয়ে আসবে না, ধরে নেওয়া যেতেই পারে তাঁরা মৃত নয়তো এলাকায় খোঁজ পাওয়া যায়নি। তাই ফরম ফিরত এসেছে। ফলে ফেরত না আসা ভোটারদের নামের তালিকা প্রকাশ্যে টাঙিয়ে দেওয়া হবে। এই উদ্যোগ এবারই প্রথম।’’
আসলে বিহারের এসআইআর পর্বে কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার কারণ জানা নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। বিহারের রাজনৈতিক দলগুলির সঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞ, সমাজকর্মীরাও বিহারে নাম বাদ পড়ার কারণ নিয়ে সুপ্রিম কোর্টের পর্যন্ত দ্বারস্থ হয়েছিল। শীর্ষ আদালতের শুনানিতেও বিচারকরা বিহারের ভোটারদের কী কারণে নাম বাদ পড়েছে তা প্রকাশ্যে জানাতে বলেছিল কমিশনকে। কিন্তু শেষ পর্যন্ত তা পুরোপুরি কার্যকর হয়নি। কিন্তু দ্বিতীয় পর্যায়ের ভোটার তালিকার নিবিড় সংশোধনের আগে বাড়ি বাড়ি পাঠানো এনুমারেশন ফরম কাদের কাছ থেকে ফেরত এল না, সেই ভোটারদের তালিকা তৈরি করে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের আধিকারিকের কথায়,‘‘এ রাজ্যে এসআইআর নিয়ে যেভাবে রাজনৈতিক উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে তাকে মাথায় রেখেই কমিশন ভোটার তালিকার নিবিড় সংশোধনের অভিযানের কাজে স্বচ্ছতাকে অগ্রাধিকার দিতে চাইছে। তাই ফরম পূরণ না করা ভোটারদের তালিকা তৈরি করে পঞ্চায়েত অফিস, পৌরসভা চত্বরে টাঙিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।’’ সেই তালিকা দেখার পর যদি কোনও ভোটারের মনে হয়, তিনি ফরম পূরণ করেছেন কিন্তু তালিকায় তাঁর নাম আছে, সেক্ষেত্রে তাঁর দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার পরিকল্পনা আছে।
কমিশনের সূচি অনুযায়ী আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগেই আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ফেরত না আসা এনুমারেশন ফরমের ভোটারদের তালিকা তৈরি করে প্রকাশ্যে টাঙিয়ে দেওয়ার পরিকল্পা করেছে কমিশন। কারণ, আগামী ৯ ডিসেম্বর থেকে আগামী বছরের ৮ জানুয়ারি পর্যন্ত দাবি ও আপত্তির জন্য সময় বরাদ্দ করে রাখা আছে।
কমিশনের একটি সূত্রে জানা গেছে, ভোটারদের কাছে থেকে ফেরত আসা সমস্ত এনুমারেশন ফরমের ভোটারদের খসড়া তালিকায় রাখা হচ্ছে। তারপর সেই খসড়া তালিকা থেকে ২০০২ সালের সঙ্গে চলতি বছরের ২০২৫ সালের জানুয়ারি মাসের ভোটার তালিকায় যে সব ভোটারদের ম্যাচিং ও লিঙ্কিং হবে না তাদের ইআরও(ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) শুনানির জন্য নথি সহ ডেকে পাঠাবে। কারণ, কমিশনের পাঠানো ফরমেই আলাদা করে ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের আলাদা কলাম করে এনুমারশেন ফরম পূরণ করার ব্যবস্থা আছে। কিন্তু তারপরেও খসড়া ভোটার তালিকাতে কমিশনের কাছে ফেরত আসা সব এনুমারেশন ফরম পূরণ করা ভোটারদের খসড়া তালিকায় রাখা হবে। সেখানে নির্বাচন কমিশনের উল্লেখ করে দেওয়া নাগরিকত্ব প্রমাণের নথি নিয়ে ইআরও’দের কাছে শুনানিতে উপস্থিত থাকতে হবে ভোটারদের।
SIR
ফরম পূরণের পর ফেরত না আসা নামের তালিকা প্রকাশ করবে কমিশন
×
Comments :0