Serbia School Shooting

সার্বিয়ার স্কুলে গুলি, নিহত এক নিরাপত্তাকর্মী সহ আট পড়ুয়া

আন্তর্জাতিক

Serbia School Shooting

এবার স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটল সার্বিয়াতে। ১৪ বছরের এক কিশোর বেলগ্রেডের একটি স্কুলে ঢুকে প্রথমেই এক শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায়। তারপরেই ক্লাসরুমে উপস্থিত ছাত্রছাত্রীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এই গুলি চালানোর ঘটনায় ৮ জন পড়ুয়া এবং এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।


বুধবার রাজধানী বেলগ্রেডের ভ্লাদিস্লাভ রিবনিকার প্রাইমারি স্কুলে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ আততায়ী কিশোরকে গ্রেপ্তার করেছে। তদন্তকারিরা জানান, ধৃত কিশোর বাবার বন্দুক থেকে স্কুলে ঢুকে বেপরোয়া ভাবে গুলি চালায়। স্কুল চত্বর থেকেই আততায়ী কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে। কিশোরের গুলিতে আহত ৬ শিশু এবং এক শিক্ষক।


প্রশাসনের এক আধিকারিক বলেন, ২০০৯ সালে কিশোরের জন্ম। এদিন সকালে পুলিশের কাছে স্কুলে হামলার খবর আসে। ওই প্রাথমিক স্কুলটি অষ্টম শ্রেণি পর্যন্ত। তিনি আরো জানান, স্কুলে ছাত্র-ছাত্রীদের বয়স ৬-১৫ বছরের মধ্যে।

Comments :0

Login to leave a comment