নির্বাচনের মুখে দুই সিনিয়র অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এই দুই জন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আধিকারিক। তাঁরা হলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অমিত রায়চৌধুরি এবং যুগ্ম নির্বাচনী আধিকারিক রাহুল নাথ। সোমবার কমিশনের তরফে একথা জানানো হয়েছে।
গত ১৬ মার্চ গোটা দেশে সাত দফায় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারপর ১৮ মার্চ সরানো হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষায় ‘পৃথিবীর সেরা পুলিশ অফিসার’ রাজীব কুমারকে।
দেশজুড়ে আদর্শ আচরণবিধি কার্যকরী হতেই রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিতর্কিত আইপিএস আধিকারিককে। নতুন ডিজি হন বিবেক সহায়। তারপর পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূম জেলার জেলাশাসককে সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন। এবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের দুই আধিকারীককে সরিয়ে দেওয়া হল। তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ রয়েছে। নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ রাখতেই তাঁদের সরানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। তারপর দেড়মাস ধরে সব দফাতেই ভোট হবে পশ্চিমবঙ্গে। গণনা ৪ জুন।
Election Commission
দুই অধিকর্তাকে সরালো কমিশন
×
Comments :0