দিন দুপুরে বনের মাঝে ৩১ সি জাতীয় সড়কে হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর নাগাদ চালসা থেকে নাগরাকাটা গামি ৩১ নম্বর জাতীয় সড়কের খুনিয়া মোর সংলগ্ন এলাকায়। এদিন হাতির হামলায় যুবকের মৃত্যুর খবর জানান নাগরা কাটা থানার আইসি কৌশিক কর্মকার। মৃতের বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরিচয় জানা যায়নি। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে মৃতের পরিচয় জানার জন্য। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে আইসি এদিন সাংবাদিকদের জানিয়েছেন।
খুনিয়ার রেঞ্জ অফিসার সজল কুমার দে বলেন, হাতির হামলায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে এবং তার পরিচয় জানার জন্য তদন্ত শুরু করেছে।
Elephant Attack Nagrakata
হাতির আক্রমণে যুবকের মৃত্যু

×
Comments :0