RAMDEV FIR

ঘৃণাভাষণের দায়ে এফআইআর রামদেবের বিরুদ্ধে

জাতীয়

RAMDEV FIR

সংখ্যালঘুদের লক্ষ্য করে বিদ্বেষ ছড়িয়েছিলেন প্রকাশ্যে। রবিবার আয়ুর্বেদ ওষুধ সংস্থার মালিক, ধর্মীয় নেতা রামদেবের নামে দায়ের হলো এফআইআর। রাজস্থান পুলিশ তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

বারমেরের চৌহাতান থানায় রামদেবের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে। ২ ফেব্রুয়ারি বারমেরে একটি ধর্মীয় অনুষ্ঠানে ভাষণ দেন রামদেব। সেখানেই ভাষণে তাঁর বিরুদ্ধে প্ররোচনা এবং বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে। 

পুলিশ জানিয়েছে যে রামদেব বলেছেন মুসলিমরা সন্ত্রাসে যুক্ত। হিন্দু নারীদের অপহরণ করছে। খ্রীস্টানদেরও ছাড়েননি তিনি। রামদেব বলেছেন, মুসলিমদের মতো খ্রীস্টানরাও চায় হিন্দুদের ধর্ম বদলাতে। 

বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ধর্মীয় এবং জাতির ভিত্তিতে শত্রুতার প্রচারের অভিযোগ রামদেবের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর-এ। ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অভিযোগও দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায়। 

বিজেপি তো বটেই, বহু দিন থেকেই আরএসএস’র অনুগামী এবং শাখা সংগঠনগুলির সঙ্গে সুসম্পর্ক রামদেবের। হিন্দু ধর্মগুরু পরিচয় দিয়ে তাঁর প্রচারের আয়োজন হয় সংগঠিত কায়দায়।    

Comments :0

Login to leave a comment