FAKE CURRENCY

গুজরাটেই উদ্ধার ১৬ হাজার জাল নোট

জাতীয়

FAKE CURRENCY

গুজরাটে উদ্ধারই হয়েছে ১৬ হাজারের বেশি জাল নোট। তাও আবার দু’বছরে। শুক্রবার বিধানসভায় এই স্বীকারোক্তি মুখ্যমন্ত্রীর।

বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, কেবল ২০২২ সালেই উদ্ধার হয়েছে ১৪ হাজার ১৬৫টি জাল নোট। আগের বছর মিলেছিল ২০৮৬টি। প্যাটেলই রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী। 

কংগ্রেস বিধায়ক অনন্ত প্যাটেল প্রশ্ন তুলেছিলেম জাল নোট উদ্ধার প্রসঙ্গে। বিশেষজ্ঞ মহলের ধারণা, উদ্ধার যত হয় তার চেয়ে বেশি জাল নোট ঘোরার আশঙ্কা থাকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচশো ও এক হাজারের নোট বাতিলের ঘোষণা করেন রাতারাতি। নগদের সঙ্কটে জেরবার হয় ছোট ও মাঝারি ব্যবসা। অন্যতম প্রতিশ্রুতি ছিল, জাল নোট বন্ধ হয়ে যাবে। তা হয়নি, এমনকি মোদীর রাজ্য গুজরাটেও। 

ভূপেন্দ্র প্যাটেল জানিয়েছেন, দু’বছরে জাল নোটের তদন্তে ৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

Comments :0

Login to leave a comment