Fake Police

ভুয়ো পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে তোলাবাজি, বসিরহাটে গ্রেপ্তার ৩

জেলা

Fake Police


ফের মিলল ভুয়ো পুলিশের খোঁজ। ভুয়ো পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তিন যুবক। রাজারহাট ও হাড়োয়া থানার পুলিশের যৌথ অভিযানে শনিবার রাতে রাজারহাট থেকে তিন যুবক গ্রেপ্তার হয়। অভিযোগ হাড়োয়া ব্লকের অর্জুনতলা এলাকায় হাড়োয়া ও লাউহাটি রোডে গত কয়েক মাস ধরে তিন যুবক ভুয়ো পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে তোলাবাজি করছিল। হাড়োয়া থানায় সেই অভিযোগ আসছিল দীর্ঘদিন ধরে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে।

জানার চেষ্টা করে ৩ যুবকের পরিচয়। হাড়োয়া থানার পুলিশ একটি দল গঠন করে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা করে।  ৩ যুবকের মোবাইল ফোন ট্রাক করে পুলিশ জানতে পারে রাজারহাটে রয়েছে তিন যুবক। হাড়োয়া ও রাজারহাট থানার পুলিশ যৌথভাবে ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি পুলিশ স্টিকার লাগানো গাড়ি উদ্ধার হয়। ধৃতদের রবিবার দুপুরে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারকের কাছে সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানায় হাড়োয়া থানার পুলিশ। বিচারক ধৃতদের চার দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠায়।

 

Comments :0

Login to leave a comment