বলাগড়ের সোমরা বাজার পিএইচই অফিসে আগুন। বৃহস্পতিবার বিকাল চারটে নাগাদ হঠাৎ ই আগুন লাগে অফিসের বাইরে জমিয়ে রাখা সামগ্রীতে। আগুন দ্রুত ছড়িয়ে পরে অফিসের ভিতরে। একটি মারুতি গাড়ি পুরে ছাই হয়ে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কি থেকে আগুন লাগল তা খতিয়ে দেখছে বলাগড় থানার পুলিশ ও দমকল আধিকারিকরা। পিএইচই’র কর্মী এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ক্লোরিন জাতীয় রাসায়নিক মজুত ছিল। হঠাৎ প্রচন্ড শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়, রবার পলিথিনের মত দাহ্য সামগ্রীতে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পরে।
Fire
বলাগড়ের পিএইচই অফিসে আগুন
×
Comments :0