শুক্রবার গভীর রাতে ক্রান্তি ব্লকের মৌলানী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শুক্রবার ছিল দেশের অষ্টাদশ লোকসভা ভোটের প্রথম পর্বের ভোট গ্রহণ। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের মৌলানী এলাকায় অন্যান্য এলাকার মতো ভোট হয়। দিনভর ছিল ভোট দান পর্ব। স্বাভাবিক ভাবেই সন্ধ্যা লাগতেই মানুষ ঘরে চলে যায়। রাত তখন প্রায় ১২ টা , গভীর ঘুমে আচ্ছন্ন সকলই। ঠিক সেই সময় মৌলানী বাজারে একটি কাপড়ের দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় কয়েকজন। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। লেলিহান শিখা গ্রাস করে কাপড়ের দোকানে। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় আরও ৬টা দোকান। একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন লেগেছে বলে জানা গেছে। স্থানীয়রা আগুন নেভাতে তৎপর হয়। খবর পেয়ে ময়নাগুড়ি থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে আসে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। ক্ষয়ক্ষতির পরিমান জানা না গেলেও অনেক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
Fire At Malbazar
মৌলানি বাজারে আগুনে ভস্মীভূত ৬ টি দোকান
×
Comments :0