Nainital Forest Fire

উত্তরাখন্ডের দাবানল পৌঁছাল নৈনিতালে

জাতীয়

উত্তরাখণ্ডের জঙ্গলের দাবানল নৈনিতালে পৌঁছে যাওয়ায় ধোঁয়ায় উড়ছে পার্বত্য শহরে। আগুনের লেলিহান শিখা নৈনিতালের হাইকোর্ট কলোনিতে পৌঁছে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে সেনাকর্মীদের সাহায্য চেয়েছে প্রশাসন।
অগ্নিনির্বাপণ অভিযানে সহায়তার জন্য একটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে। কর্তৃপক্ষ নৈনিতাল হ্রদে নৌকা বাইচ নিষিদ্ধ করেছে।
নৈনিতাল জেলার লারিয়া কান্তা এলাকার জঙ্গলে আরও একটি অগ্নিকাণ্ডে একটি আইটিআই ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার রুদ্রপ্রয়াগে জঙ্গলে আগুন লাগানোর চেষ্টাকালে তিনজনকে গ্রেপ্তার করা হয়। রুদ্রপ্রয়াগের ডিভিশনাল ফরেস্ট অফিসার অভিমন্যু জানিয়েছেন, দাবানল রুখতে গঠিত একটি দল এই গ্রেপ্তার করেছে।

Comments :0

Login to leave a comment