Mangoes From Hooghly

মুকুলে ছেয়েছে আমবাগান, ভালো ফলনের আশা হুগলিতে

জেলা

Mangoes From Hooghly সুগন্ধা আম বাগানে আমের ফলন ছবি সুবোধ চ্যাটার্জি।

সুবোধ চ্যাটার্জি


রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন আমবাগানের মুকুলে ছেয়ে গেছে ফাল্গুন মাসের প্রথম থেকেই। আবার মাঘ মাসেও মুকুল এসেছে অনেক গাছে। কুয়াশা এক প্রকার নেই বললেই চলে। আবহাওয়া অনুকূল থাকায় এবছর আমের মুকুল দেখে ভাল ফলনের আশা করছেন আম চাষিরা। এবছর আমের ফলন এবার রেকর্ড হুগলি জেলায়। এখনও প্রর্যন্ত যে আবহাওয়া তাতে বিগত বছরের তুলনায় বেশি ফলন পাওয়া যাবে সেই আশায় আম চাষিরা। হুগলি জেলারয় আম বাগান দেশ বলে পরিচিত  রাজহাট, সুগন্ধা, চন্দননগর, ভদ্রেশ্বর, দিয়াড়া, নসিবপুর।

বিঘার পর বিঘা আম বাগান। জেলার উদ্যান পালন বিভাগের তরফে জাজানাো হয়েছে, হুগলি জেলাতে প্রায় ৬ হাজার ৪০০ হেক্টর আম চাষ হয়। তাদের দাবি এই বছর প্রায় ৪৯ হাজার মেট্রিকটন পাওয়া জাবে। যদি বড় ধরণের কোনো প্রাকৃতিক বিপর্যয় না হয়। আম চাষিদের বক্তব্য, হুগলি জেলায় বিভিন্ন প্রজাতির আম ফলে। প্রথম দিকে তেমন আমের মুকুল দেখা না দিলেও নাবিতে ব্যাপক মুকুল আসে। যার ফলে অল্পদিনের পরিচর্যায় ব্যাপক আমের ফলন হয়েছে। সম্প্রতি হয়ে যাওয়া বৃষ্টি পাতে আমের ফলনে সয়ায়তা করেছে। হুগলি জেলার আম চাষিদের এখন একটাই প্রশ্ন আমের ফলন ভাল হয়েছে তবে ভালো দাম পাওয়া যাবে কি।  
 

Comments :0

Login to leave a comment