গত কয়েকদিন ধরেই সমগ্র সিকিম পাহাড় জুড়ে প্রবল বর্ষন চলছে। আর প্রাকৃতিক দূর্যোগের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০মিটার নীচে তিস্তার গভীর খাদে গড়িয়ে পড়লো গাড়ি। কালিম্পঙে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লো একটি যাত্রীবোঝই সিকিমের গাড়ি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই গাড়ির চালক সহ চারজনের মৃত্যু হয়েছে। কালিম্পঙ জেলার মেল্লির কাছে কিরনের ১০ নম্বর জাতীয় সড়কে শুক্রবার রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে তিনজনই মহিলা। পুলিশ জানিয়েছে মৃতদের নাম সামিরা সুব্বা(২০), জানুকা দর্জি(৩৫), নিতা গুরুঙ(৫৮)। তিন মহিলাই কালিম্পঙের তিন মাইলের বোজোঝারির বাসিন্দা। মৃত গাড়ির চালকের নাম কমল সুব্বা(৪৪)গ্যাঙটকের বাসিন্দা। এছাড়াও ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতরা হলেন সুনীতা থাপা, সন্দ্রিয়া রাই ও সামিউল দর্জি।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, শুক্রবার রাতে ১০নম্বর জাতীয় সড়ক ধরে সিকিম থেকে কালিম্পঙের দিকে ফিরছিলো সিকিমের গাড়িটি। কালিম্পঙ জেলার মেল্লির কাছে কিরনে পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়ির হেডলাইটের আলো চালকের চোখে এসে পড়ে। এরপর আচমকাই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর প্রায় ৫০ মিটার নীচে তিস্তা নদীর খাদে গড়িয়ে পড়ে। স্থানীয়দের নজরে আসতেই দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কালিম্পঙ থানার পুলিশ। চলে আসে বিপর্যয় মোকাবিলা দলের কর্মী ও দমকল কর্মীরা। সকলের মিলিত প্রচেষ্টায় খাদ থেকে যাত্রীদের একে একে উদ্ধার করা হয়। কিন্তু ঘটনাস্থলেই চালক সহ চারজনের মৃত্যু হয়। বাকি আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত সিকিমের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অনেক রাত হয়ে যাওয়ায় শনিবার সকালে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয়।
দুর্ঘটনা প্রসঙ্গে এদিন কালিম্পঙের জেলা শাসক বালা সুব্রক্ষ্মন্যম টি জানান, এক নাগাড়ে বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। নিয়ন্ত্রন হারিয়ে গভীর খাদে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে। তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি পাঁচ বছরের শিশুও রয়েছে। নিহত ও আহতদের পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মৃত গাড়ির চালকের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
Accident in Kalimpong
কালিম্পঙে দুর্ঘটনা, মৃত চার

×
Comments :0