বুধবার বসিরহাটের ধলতিথায় শুরু হলো বিনিপয়সার বইমেলা। ধলতিথা অমরনাথ একাডেমি প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন শিক্ষিকা সংযুক্তা বসু। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে মেলার সূচনা করেন বিশিষ্ট আইনজীবী সীমা ভট্টাচার্য। সুরবালা মঞ্চে প্রারম্ভিক বক্তব্য রাখেন স্বদেশ পত্রিকার সম্পাদক কবি পান্নালাল মল্লিক।
স্বরচিত কবিতা পাঠ করেন মাধবী ব্যানার্জি। ছিলেন পর্বতারোহী দীপক বসু সহ অন্যান্য। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক স্বদেশ ভট্টাচার্য। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকাল ৩ টে পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। মেলা প্রাঙ্গণে ৮টি বুকস্টল ও স্কুলের বাচ্চাদের হাতে তৈরি বিভিন্ন জিনিসের স্টল রাখা হয়েছে। স্টলগুলি পরিচালনা করছে স্কুলের ছোট ছোট শিশুরা। ৩ - ১২ বছরের শিশুরা পছন্দের দুটি করে বই বিনামূল্যে সংগ্রহ করতে পারবে। হাতে তৈরি করা জিনিসের বিক্রিত অর্থ শিশুরাই পাবে।
বিভিন্ন মনীষীদের ছবিতে সাজানো মেলা প্রাঙ্গণে এদিন সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মেলায় প্রতিদিন থাকছে ছোটদের দ্বারা পরিবেশিত নাচ, গান,আবৃত্তি, নাটক ও ম্যাজিক শো।
Comments :0