indian premier league

আইপিএলে গুজরাট বনাম পাঞ্জাব

খেলা

GT VS PBKS IPL MATCH

মঙ্গলবার আইপিএলের ম্যাচে নামবে গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংস। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০টায়। এই বছর আইপিএলের প্রথম ম্যাচে নামবে গুজরাট।শুভমান গিলের দলের প্রথম চ্যালেঞ্জই হবে শ্রেয়সের দল। গতবার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করানো অধিনায়ক এবার সামলাবেন পাঞ্জাবের অধিনায়কত্ব। পাঞ্জাব দলে শ্রেয়স ছাড়াও রয়েছেন ম্যাক্সওয়েল , মার্কো ইয়ানসেন , মার্কোস স্টইনিসদের মতো খেলোয়াড়রা। ভালো দল গড়তে কার্পণ্য করেননি প্রীতি জিন্টা। ১১বছরের আইপিএলের ইতিহাসে ২০১৪তে মাত্র একবারই ফাইনালে উঠেছিল তার দল। কিন্তু হেরে গিয়েছিল শাহরুখের নাইটদের কাছে। অন্যদিকে গুজরাট ২০২২ এর চ্যাম্পিয়ন দল। গতবছর থেকেই অধিনায়কত্ব সামলাচ্ছেন গিল। গুজরাট দলে গ্লেন ফিলিপ্স , রুদারফোর্ড , রাশিদ খানরা রয়েছেন। রয়েছেন ভারতের উদীয়মান তারকা ওয়াশিংটন সুন্দরও। ফলে ম্যাচটি বেশ জমজমাট হতে চলেছে। টিটোয়েন্টির আসল বিশেষত্বই শেষ ৫টি ওভার। সেই সময়ই রান তাড়া করতে থাকা দলটির উপর চাপ থাকে বেশি। যেমন গত সোমবারের ম্যাচে দিল্লির আশুতোষ প্রায় একক দক্ষতায় ম্যাচ জেতালেন রান তাড়া করতে নেমে। মঙ্গলবারের এই ম্যাচেও দুই দলে এইধরণের অনেক ব্যাটার রয়েছে। যাদের ব্যাটিংয়ের দৌলতেই ম্যাচ উপভোগ করেন গ্যালারিতে থাকা দর্শকরা।

Comments :0

Login to leave a comment