Pensioners Association

সরকারী পেনশনার্স সমিতি দার্জিলিঙ জেলার বার্ষিক সাধারণ সভা

জেলা

Pensioners Association

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী পেনশনার্স সমিতি দার্জিলিঙ জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে রক্ত পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শিলিগুড়ি শহরের রাজ্য কো অর্ডিনেশন কমিটি কর্মচারী ভবনে অর্জুন ছেত্রী সভাকক্ষে এই সভার উদ্বোধন করে রাজ্য কো অর্ডিনেশন কমিটির দার্জিলিঙ জেলার সম্পাদক মন্ডলীর সদস্য কল্পনা ভৌমিক স্বৈরাচার, দুর্নীতিগ্রস্ত, লুম্পেন বাহিনী দ্বারা পরিচালিত রাজ্য সরকারের শ্রমিক কর্মচারীদের আন্দোলন করার মৌলিক অধিকার কেড়ে নেবার বিরুদ্ধে সরকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও আন্দোলনে সামিল হবার আহ্বান জানান।

এই বার্ষিক সাধারন সভা উপলক্ষ্যে বিভিন্ন ইউনিট থেকে শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন দুলাল সান্যাল। আয় ব্যয়ের হিসেব তুলে ধরেন স্বপন গাঙ্গুলী। প্রতিবেদন ও আয় ব্যয়ের হিসেবের ওপর উপস্থিত প্রতিনিধিদের মধ্যে ১৬জন আলোচনায় অংশগ্রহন করেন। সভায় চার দফা দাবি প্রস্তাব পেশ করেন সুজিত কুমার গুহ ও দীপ্তি চক্রবর্তী। উত্থাপিত প্রস্তাবের ওপর বিস্তারিতভাবে আলোচনা করে বক্তব্য রাখেন প্রবীর বসু, সমীর ভৌমিক প্রমুখ। সভায় বর্তমান দেশ ও রাজ্যের পরিস্থিতি বিষদে আলোচনা করেন উজ্জ্বল দত্ত গুপ্ত, কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য পাঁচকড়ি নায়েক ও পেনশনার যুক্ত মঞ্চের ভজন চৌধুরী। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আন্দোলন গড়ে তোলা সহ চারদফা দাবি প্রস্তাব গৃহীত হয়েছে সাধারন সভা থেকে। জবাবি ভাষন দেন জেলা সম্পাদক অবিনাশ পাল। শুভ্রা দাস, অমিয় দাস ও তাপস মজুমদারকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী সভার কাজ পরিচালনা করেন।

Comments :0

Login to leave a comment